Wellcome to National Portal
Main Comtent Skiped

যোগাযোগ

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ,

জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত দিকে, ময়মনসিংহ রোড কিশোরগঞ্জ।

যোগাযোগ ব্যবস্থা

 

কিশোরগঞ্জের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব ১২০ কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়।

স্থানীয় প্রশাসন আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তা তদারকি করে থাকে।

ঢাকা হতে কিশোরগঞ্জ পৌঁছাতে বাসযোগে ভাড়া ১৫০ টাকা থেকে ২৫০ টাকা।

 

ছাড়ার স্থান

বাসের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

মহাখালী বাস ডিপো হতে

১।বিআরটিসি সার্ভিস (এসি)

২। অনন্যা

সকাল ৫.০০ টা হতে ১৫ মিনিট পরপর রাত ৮টা পর্যন্ত

গাড়ী ছাড়ার সময় হতে ২.৫-৩ ঘন্টা

এছাড়াও সায়েদাবাদ বাসস্ট্যান্ড হতে অন্যান্য লোকাল বাস সার্ভিস আছে।